আমাদের কথা খুঁজে নিন

   

আমরাও সভ্য হতে চাই

তুমি জাননা আকাশ থেকে রোদ্দুর এলে কার ঘরে,আমার মনের আকাশ জুড়ে ও ঝিকিমিকি রোদ থরে থরে.... আপনাকে অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী-৭১ এ ক্ষতিগ্রস্হ মানুষগুলোর বুকে এ বিচারের মাধ্যমে একটু হলেও প্রশান্তি ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা অপেক্ষায় আছি এ রায় কার্যকর হওয়ার। মাননীয় প্রধানমন্ত্রী,অন্যায়ের কোন রং থাকেনা-দল থাকেনা। একটি বিচার উপেক্ষিত অন্যায় জন্ম দেয় আর একটি অন্যায়ের। ছাত্রলীগ এর গুলিতে সম্প্রতি খুন হওয়া শিশু রাব্বি প্রশ্রয় পাওয়া অন্যায়ের ধারাবাহিকতার ই ফসল।

প্রতিটি শিশুই জন্ম নেয় অপার সম্ভাবনা নিয়ে। আমরা জানিনা বেঁচে থাকলে এই শিশুটি আর একটি রবীন্দ্রনাথ কিংবা নজরুল হত কিনা-আমরা জানিনা এই ছেলেটির হাত ধরে আমাদের ঝুলিতে আরো একটি নোবেল পদক যোগ হত কিনা;হয়তোবা এই শিশুটি ই হতে পারতো পরবর্তী প্রজন্মের নেলসন ম্যান্ডেলা কিংবা বাংলাদেশের মাহাথির। আমাদের বেডরুম নিরাপদ রাখার দ্বায়িত্ব আপনার নয়,আমাদের বিশ্বজিৎ রাস্তায় খুন হয়ে যায়,আমাদের রাব্বি'র নিথর দেহ ক্যাম্পাসে পড়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী,এরকম নিরাপত্তাহীনতায় আমরা বাঁচতে চাইনা। আমরা সভ্য হয়ে দুনিয়ার বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই।

আমরা চাই প্রতিটি খুনের প্রতিটি অন্যায়ের সুষ্ঠ বিচার হবে। অপরাধীদের বিচার না হলে আপনি ও আমাদের চোখে অপরাধী হয়ে যাবেন মাননীয় প্রধানমন্ত্রী। আর আপনি ক্ষমা করলেও ইতিহাস কখনো এদের কে ক্ষমা করবেনা যেমনটি করেনি ৭১ এর মানবতা বিরোধী অপরাধীদেরকে আজ ৪২ বছর পর ও। সময়ের প্রলেপ সব ক্ষতকে মসৃনতা দেয়না যেমনটি দেয়নি আপনার স্বজন হারানোর ক্ষততে। সাগর-রূনি,বিশ্বজিৎ,রাব্বি'র স্বজনদের চোখের পানি আপনার চোখের পানির চেয়ে কম মূল্যবান নয় মাননীয় প্রধানমন্ত্রী।

আমরা চাই 'স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। ' ( লেখা টি আমার সদ্য প্রয়াত খালুর বিদেহী আত্মার প্রতি উৎসর্গ করলাম) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।