প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে ( নজরুলের ১১৪তম জন্মদিনে) নজরুল নজরুল কোথা আছো মশগুল একবার এসো এই দেশেতে এসো বিদ্রোহী বীর চির উন্নত শির দেখে যাও আছি কোন বেশেতে দেশজুড়ে লুটপাট খুন আর হত্যায় হাওয়া ভারি মৃতদের গন্ধে আমাদের নেতা সেজে যারা ঘাড়ে বসে আছে তারা থাকে ক্ষমতার দ্বন্ধে যারা যায় লঙ্কায় তারাই রাবণ হয় দেখে দেখে আমরা যে ক্লান্ত উৎপীড়িতের এই ক্রন্দনরোল দেখে নিশ্চয় তুমিও অশান্ত নজরুল নজরুল চলে এসো একবার আমাদের দুখি এই বঙ্গে এমন সময়ে আজ আমরাও বিদ্রোহী তুমি থেকো আমাদের সঙ্গে। ২৫/০৫/২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।