কাজল কামাল আমরা বসে আছি রবীন্দ্র সরোবরের মন্চের সামনে ।দুটি অল্পবেয়সি ছেলে আমাদের ঠিক সামনে এসে বসল।আমরা শুনলাম ওদের একজন বলছে দোস্ত আমাদের বাসা কারবালা হয়ে গেছে । আম্মা হেভি সাপোর্ট দিছে শাহবাগ আন্দোলনকে-- আব্বায় ত পালায়ে আছে।অন্য জন বলে উঠে খাইছে তোর আব্বায় ত জাতীয়তাবাদী---তয় তুই কোন পক্ষে ? আম্মার পক্ষে--- ধর্ম নিয়ে রাজনীতি ঠিক না। মুসলমান হইয়া ওরা ৭১ সালে কি করছে জানোস -- অন্য জন সমর্থন করে -- জানি- এই জন্য ই ত আমিও ধর্মের রাজনীতি পছন্দ করিনা। তোর আম্মার সাথে আমিও একমত। আমরাও ধর্মীয় রাজনীতি পছন্দ করিনা--- ওদের দিকে হাত বাড়িয়ে বললাম --আমরাও একমত।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।