লক্ষ্যহীন ব্যাক্তির অন্তহীন পথে ক্লান্তহীন হেঁটে চলা রাত যখন নিঝুম হয় স্মৃতিগুলো তখন আকড়ে ধরে, পিসে ফেলে নিজের মায়াবী নিষ্ঠুর আগ্রাসনে । চূর্ণ বিচূর্ণ করে দেয় স্বপ্নের ঘুণে ধরা দরজাটাকে । ঘুণে দরজা দিয়ে স্বপ্নরা উড়ে যায় বিষাধ প্রান্তরে , তোমাকে ছুঁয়ে দিবে বলে । নির্জীব স্বপ্নরা তো জানে না তুই আমার নও , তোমার স্বপ্ন আমাকে সাঁজিয়ে নয় , তোমার ভাবনা আমাকে ঘিরে নয় । তবুও অবুঝ স্বপ্নরা তোমার কাছে ছুটে যায় , তোমাকে নিজের মত করে পাওয়ার আশায় । স্বপ্নরা হয়তো এমনই !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।