শূন্য দৃষ্টি মেলেছি আজ বাহির পানে
মালে মালে তাল তুলে
নদীর তীরে শ্মশানে
হাওয়ার কূলে ধূয়া তোলে
টান দিল পাষাণে।
ভাবের বাড়ির বরান্ধায়
হাটুতে ভর, গলে গলে
ধাঁধাঁনো মথা গোল মালে
পাষাণে চাহেনা গোল মালে।
সুরে সুরে তাল তোলে
নদীর বুকে পাল তোলে
চলছে ভেলা একেলা
থামবে ভেলা কোন কূলে।
মুশকিল আহসানে যাবে
সারাটাক্ষন তাই ভেবে
মন চালিয়ে পাবনে
কতদিন আর এমনি রবে।
(সময় নাইরে থেকে যাওয়ার,
সময় নাইরে,এ ভবে।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।