কবিতা
ভাবের বিধান
ভাবের বিধান এই যখন ভাবকে
আবাসনে নিয়ে এসে একটি হরিণ
এবং পরীদের ডানা করে ফিরেছি ঘরে,
তখন ভাব একটি পিছু হাটা
আমার ছায়ার মতো কিছু না।
জন্ম মুহূর্তের ঘনরঙে ঘুরে ঘুরে যে পানি অমৃত করে
ঢেলেছি গলায় সেই ভাব
তাকে দেখি নাই চোখে যদিয়ো
তার কোমল চন্দ্র থেকে শেষ পযর্ন্ত মৃত্যুবাঁশি।
সেই ভাব- ভাবলাম ওগো কপালপোড়া নায়ে ওঠে
আমরা দীঘি পার হবো।
ও কেমন দীঘি স্বপ্নে ছিলো একটি পাত্রে রাখা পানি
আজ অবলীলায় যখন ঘর থেকে পা ফেললাম
তখন একটি ভাব আমগাছ- শীর্ষে তার টিয়া পাখি
লেজ নেড়ে সংসার করে।
ভাব এমনই দরোজাবিহীন পড়ে থাকে পথে, সমুদ্রে
সে শতো জন্মে - আগুনের বাড়ি
পিছু তার শাদা হাঁস
আমি খেলে তুমি নাও নাহলে পিছু হাটা
আমার ছায়ার মতো কিছু না।
'বাল্মীকির মৌনকথন' থেকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।