সারারাত আঁধারের সাথে জাগি তারা আর আমি
মনে খুব ভাবনা নিয়ে দামী
আমরা দু’জন খুব পর¯পর
অকূল পাথারে গিয়ে নামি।
হতাশা ব্যাকুল কেউ মধ্যরাতে নিরাশার পালে
লাউয়ের ফুলের মতো আশা কিছু জ্বালে
সেও তারায় তারায় মিটিমিটি
ঢিল ছোঁড়ে আমাদের ভাবনায় কুঞ্চিত কপালে।
তাই দেখে আমি খুব হাসি
হেসে কুটিকুটি
নির্জ্ঞান নৈরাশ্য থেকে তুলে আশা আর তারা
পুস্পিত উদ্যানে চপল চরণ ফেলে হাঁটি।
মধ্যরাতের নৈঃশব্দে কান পেতে শুনি
আমি আজ তারার সমান
যদিও আলো নয় অন্ধকার তারার আধার।
দ্বিগ্বিদিক এসকল ভাবনাপুঞ্জ ঠেলে
বাতাসের শিসে ভেসে ঠাণ্ডাগুলো অনুচচ কণ্ঠে বলে
অনেক হয়েছে।
তোমাদের ঐ দামী ভাবনাগুলো এইমাত্র তুলেছি নিলামে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।