বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৫৫ পয়েন্ট কমে ৩ হাজার ৭১৫ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৮ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩৬১ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ৪০৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড যা আগের দিনের চেয়ে প্রায় ১৪ কোটি টাকা কম। দাম বাড়ে ৭৪ টি শেয়ারের, কমে ১৮৮ টির।
অপরিবর্তিত ছিল ৮টির দাম।
মঙ্গলবার প্রায় তিন মাস পর চারশ' কোটি টাকা লেনদেন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে।
মঙ্গলবার ডিএসইএক্স বাড়ে ৯১ পয়েন্ট । সোমবার ডিএসইএক্স বাড়ে ৪০ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৮০ পয়েন্ট বাড়ে।
এ সপ্তাহে প্রথম তিনদিনে ২১১ পয়েন্ট সূচক বাড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে।
গত সপ্তাহে ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ৯১ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৬৩ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ৩৫ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৩৯ কোটি টাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।