বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক উঠতে থাকে । দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৫৬ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১২৫ পয়েন্ট হয়।
সার্বিক সূচকের এই অবস্থান গত একমাসের মধ্যে সবচেয়ে ভাল। এর আগে এর চেয়ে ভাল অবস্থা ছিল জুলাই মাসের ১৮ তারিখ, সেদিন সূচক ছিল ৪ হাজার ২২৩ পয়েন্টে।
বৃহস্পতিবার এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬১ পয়েন্ট হয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে প্রায় ৭৩৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৭১ কোটি টাকা বেশি।
এদিন ২১৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম।
বুধবার ডিএসই সূচক প্রায় ১৪ পয়েন্ট কমে, লেনদেন হয় ৫৬৫ কোটি টাকার শেয়ার। মঙ্গলবার সূচক কমে ১ পয়েন্ট; লেনদেন হয় ৭০৭ কোটি টাকার শেয়ার।
তার আগে রবি ও সোমবার সূচক প্রায় ১০০ পয়েন্ট বাড়ে।
সপ্তাহের প্রথম দিন ৪৪৯ কোটি টাকা এবং দ্বিতীয় দিন ৪৭৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয় ।
পুরো সপ্তাহে ডিএসই সূচক মোট ১৪২ পয়েন্ট বেড়েছে। আর প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫৮৭ কোটি টাকার শেয়ার।
ঈদের ছুটির পরে গত সপ্তাহে তিনদিনে ডিএসইর সূচক বাড়ে ৯১ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ২৭৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। আর ছুটির আগের দুই দিনে ডিএসইর সূচক ২০ পয়েন্ট কমে; প্রতিদিনি গড়ে ২১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।