আমাদের কথা খুঁজে নিন

   

ডিএসইতে সূচক বেড়েছে ৩১৭ পয়েন্ট

টানা তিন দিনের দরপতনের আজ বুধবার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম দেড় ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ৩১৭ পয়েন্ট বেড়েছে। সঙ্গে লেনদেন হওয়া প্রায় সবগুলো প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে দুপুর সাড়ে ১২টার দিকে সাধারণ সূচক ৩১৭.৮৫ পয়েন্ট বেড়ে ৪৯৬৭.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে ডিএসইতে ১৪১ কোটি টাকার লেনদেন হয়েছে।

এ সময়ে মোট ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২৩২টির, কমেছে ১১টির ও অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের ১০ মিনিটের দিকে সূচক বাড়ে ২৫২ পয়েন্ট। ২০ মিনিটের দিকে সূচক বাড়ে ২৪২ পয়েন্ট।

এরপর সূচক বাড়ার হার সামান্য ধীর হলেও প্রথম ঘণ্টার পর আবার সূচক দ্রুত বাড়তে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে সূচক ৩০০ পয়েন্টের ওপর বেড়ে যায়। লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—এসআইবিএল, বেক্সিমকো, গ্রামীণফোন, এমআই সিমেন্ট, এনবিএল, ইউসিবিএল, ফুওয়াং ফুড, মার্কেন্টাইল ব্যাংক, বেকন ফার্মা ও ফুওয়াং সিরামিকhttp://www.prothom-alo.com/detail/date/2011-11-16/news/201339 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।