আমার অবস্থা- কবি কবি ভাব- শুধু কাব্যের অভাব। যখন কবি কবি ভাব-গদ্যেরা পদ্য হয়ে ধরা দেয়, যখন কাব্যের অভাব-পদ্যরাও গদ্য হয়ে যায়.........। এখন গ্রীষ্মকাল
গরমে তাই অবস্থা বেহাল।
আজ রাতে অঝোর বর্ষন
তোমাকে রইলো আমার আমন্ত্রন।
গত কত রাত কেটেছে নির্ঘুম,
যদি তুমি নামো ঝুম,
তবে পাবো শান্তি,
ঘুমোব নিয়ে প্রশান্তি।
তুমি দেবে শীতল হাওয়া উপহার-
যে করবে আমার জানালায় প্রহার।
আমি তাতেই খুশি,
আঘাত থেকেও তাতে আনন্দ বেশি।
আবার তোমার ঝিরিঝিরি সুর লগ্ন
শুনে হব আমি মগ্ন।
হৃদয়ে তুলবে তা নতুন ছন্দ
দুখের দুয়ার ভেঙে আসবে আনন্দ।
আমার আনন্দ ভাসাব চারিদিকে
গোপনে কাঁদব আনন্দে,নয় আর শোকে।
তোমার জলে ভিজবে চারিদিক,ভিজবে সব
সতেজ হবে যা হয়েছে শব।
তোমায় নিয়ে সারা রাতের পরে ভোঁরের আলো
উন্মেষ ঘটাবে সতেজ নতুনের, মুছে সব মনের কালো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।