আমাদের কথা খুঁজে নিন

   

অঝোর শ্রাবন

মিথ্যে এ স্বপ্ন আকা

বাংলা তারিখ সম্ভবতঃ খুব কম মানুষই খেয়াল রাখেন। আমিও তেমন একজন। আসলে এমন অনেক ব্যপারই ঘটে আমাদের জীবনে যার অধিকাংশ হিসাব নিকাশগুলো ইংরেজী তারিখে বেধে ফেলা হয়। তেমনি কিছু কিছু ব্যপারে বাংলা না হলেও চলে না, ভালও লাগে না। আজ হটাৎ আকাশের মন খারাপ দেখে মনে হলো আজ বাংলা কি মাস? বর্ষা কি শেষ ? দেয়াল পন্জীকার পাতা উল্টোতেই চোখে পড়ল ৪ঠা শ্রাবণ ১৪১৭ বঙ্গাব্দ।

আরো একমাস জুড়ে বর্ষার প্রতাপ..., বুঝলাম আজ আকাশের কেনো মন খারাপ। আমার রুমের জানালা দিয়ে বহুদুর আকাশকে দেখা যায়। মনে হয় যেন কালো জমাট কষ্টগুলো মেঘ হয়ে আকাশের বুকে। বাতাসটা এলো মেলো ভাবে ছুয়ে যায় আমার চুল গুলো। জানালাটা বন্ধ করি করি করেও করা হয় না।

ভেজা বাতাসের ঘ্রানটা হৃদয়ের অলিগলিতে কি যেন খুজে ফেরে। হটাৎ মনটা খুব খারাপ হয়ে যায়.. মনেমনে খুজি অঝোর শ্রাবন, বৃষ্টির সাথে কাদবো বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।