আমাদের কথা খুঁজে নিন

   

অঝোর ধারায় বৃষ্টি শুধু তোমার কথা বলে!...

মুন রিভার ... তোমার কি আর দুঃখ পেলে চলে মেদুর আকাশ, বৃক্ষ সবুজ তোমার কথা বলে। তোমার কি আর দুঃখ পেলে চলে..... ভাবনা নিয়ে উদাস তেপান্তর শান বাঁধানো স্মৃতির পুকুরঘাট পাকুড় গাছের ছায়া,ছায়াতলে- সন্ধানী চোখ, চোখটা খুঁজে পাক। তোমার কি আর উদাস হলে চলে সাঁঝের বেলা সবুজ টিয়া তোমার কথা বলে, তোমার কি আর উদাস হলে চলে...... এক একটা রাত এক একটা শব্দ নৈঃশব্দের দীর্ঘ পথের শেষে স্বপ্ন যখন চন্দ্রকাতর হয় আকুল বর্ষা গান ধরে আবেশে। তোমার কি আর আকুল হলে চলে অঝোর ধারায় বৃষ্টি শুধু তোমার কথা বলে, তোমার কি আর আকুল হলে চলে! এই বর্ষায় বন্ধু থেকো, প্রার্থনাতে রাত' অ.ট - নৈঃশব্দের দীর্ঘ পথের শেষে যখন লোকালয়-এ চলে এসেছি ভাবলাম, ভাবনাটা ভুল ছিলো। ভুল ছিলো দিনভর শব্দ নিয়ে বুঁদ হয়ে থাকা, সাঁঝের পরিজায়ী পাখির সাথে সরল বন্ধুতা, ভুল ছিলো সবুজে সমর্পণ.... কি এসে যায়! সবাই না হয় ঠিক কাজটা করুক।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।