আমাদের কথা খুঁজে নিন

   

অঝোর কান্না


অঝোর কষ্টে আজ আমি অতিষ্ঠ জীবনের লক্ষ্য চ্যুত হয়ে তা আজ ভ্রষ্ট জীবনের বীণাটা আজ নষ্ট ভাবি! জর্জরিত কষ্টে আমাকে দেখে সে আজ সন্তুষ্ট । । ভালোবাসি- ভালোবাসি চিৎকার করে যাই দেই তারে কত-শত ভালোবাসার দোহাই; তার পাণি তুলে নিতে চাই হাতে আরো চাই সুখে-দুখে এক হয়ে মিলে যেতে; অদ্ভুত সে ! একটিও কথা না কয় ঠোঁটে ঠোঁট চেপে অপলক তাকিয়ে রয় । । না ঠিকে রয়, না নেয় বিদায় ভালোবাসার কথাটুকু করিতে পারিনা আদায়; নিশ্চুপতা এই বুকে কেবলই দুঃখের বীণা বাজায় আমার কষ্টে বোধহয় সে নিজেকে বর্ণিল করে সাজায়।

। কঠোর দুঃস্বপ্নের মতো হয়েও সে পরম বাস্তব মেনে নিই -সত্য ছলনাময়ী সে, ভয়ংকর পরাবাস্তব । । মনকে শানাই, রেহাই পেতে চাই- কেবা নিবে আমার ভালোবাসার দায়। দিতে চাই তারে সতত মুক্তি মন গুমড়ে উঠে, হাতড়ে-পাতড়ে খুঁজে ফিরে যুক্তি ।

। যুক্তি খুঁজে না পেয়ে-ফের তার দ্বারে ফিরে যাই আর কিছু নয়; একটুখানি ভালোবাসা পেতে চাই। । ভালোবাসি বলি-থেমে থেমে আমি, দিয়ে যাই চিৎকার অদ্ভূত মেয়েটি- তবুও থাকে, আজব নির্বিকার । ।

তুমি পাষাণ, তুমি নিষ্ঠুর, তুমি উন্মাদ ঝংকার নির্মমে তুমি নিপুণ হস্তে করেছ মোরে বধ-ছুড়ে দেই ধিক্কার । । নমিত মনে এইবার আমি সত্য ফিরে যাই কষ্টের ছেদনে- অসহ্য বেদনে শুধু একবার ফিরে চাই, হঠাৎ দেখি-পাষাণ হৃদয়ে যেন মরুর বরফ গলে কাজলমাখা চোখ দু’টো তার ভরে উঠে অশ্রুজলে । । চোখ জলে ভাসে,ছুটে সে আসে জড়ায় মোরে; করে নেয় বুকে আলিঙ্গন, ভাবনা ঝলসে যায়, নিজেকে খুঁজে না পাই ভাবি, ঠিকে রবে এই বন্ধন- আজীবন ।

। কিন্ত সে ডুকরে মরে দুখে, এই পৃথিবীর বুকে – রবে না তার স্পন্দন, জড়ায়ে মোরে-করে যায় সে, অঝোর ধারায় ক্রন্দন । । তার বুকে মাথা রেখে দিতে পারিনা সান্ত্বনার বাণী নিজেকে বুঝাই,সত্যি মেয়েটি অদ্ভূত অভিমানী । ।

অভিমান তার নিজের প্রতি হায় ! কেন ফুরায়ে এসেছে বেলা- অদৃষ্ট কেন খেলল তাকে নিয়ে এক নির্মম-নিষ্ঠুর খেলা । । তখনও সে আমার বুকে- কেঁদে কেটে একাকার , প্রতিমাসম মেয়েটিকে কি ভেবেছি- নিজেকে দেই ধিক্কার !! শক্তি যোগাই, মনের খাঁচায়- সুধাই তারে পূর্বাশার বাণী; হবো মোরা নতুন করে জীবনের সন্ধানী । । বর্ণহীন মুখটা ফিরে ফিরে দেখি ছলছল করে উঠে কালো দু’টি আঁখি; কি যেন ভেবে-বোধহয় আশা বুকে এঁকে বাড়ায় দু’টি হাত – কত কাঙ্খিত?? এরই জন্য হায়- কেটেছে কত নির্ঘুম জোনাক জ্বলা রাত ।

। হাতে রেখে হাত অদৃষ্টের অভিশম্পাত তুচ্ছ করে এগিয়ে যাই – জীবনের সন্ধানে, রুখবে কে আজ? মিলেছি মোরা এক দুর্বার বন্ধনে । ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।