আমাদের কথা খুঁজে নিন

   

যে কোন অপশক্তির হাত থেকে সামুকে মুক্ত দেখতে চাই ।

সাধারন,প্রিয় রং সাদা , ভ্রমন করতে ও জানতে ভাল লাগে অনেক বিষয় নিয়েই লিখতে ইচ্ছে করে, অনেক বিষয় বলতে ইচ্ছে করে, কিন্তু আমার ক্ষুদ্র মাথায় কি লিখতে কি লিখে ফেলি, ভয় পায়। না না , তাই বলে ভেবেন না কোন জু - জু র ভয়ে। আমি প্রতিদিন অন্তত ৭ /৮ বারের মত আসি সামু তে। সব পোস্ট গুলোই দেখি। আমার ভিতরের অনেক প্রশ্নের সমাধান এখানেই পেয়ে যাই ।

আমার ভাষা থাকেনা, ব্লগে যারা লেখেন তাদের জ্ঞানের সীমানা ‍যে কত ব্যাপক তা নির্নয় করা আমার দ্বারা সম্ভব না । এটা অসাধারণ এক জ্ঞানের ভান্ডার । হ্যা , লক্ষ লক্ষ ভালো কিছুর মধ্যে কিছু কিছু খারাপ থাকতেই পারে । এটা আছে বলেই তো আমরা ভালোকে ভালো বলতে পারছি । যে কোন অপশক্তির হাত থেকে সামুকে মুক্ত দেখতে চাই ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.