সোমবার সচিবালয়ে নিজের কার্যালয়ে যোগ দেয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নীলফামারি-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের এই সাংসদ বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা, তাদের ওপর হামলা হচ্ছে। এ রকম একটি সংকটময় সময়ে আমি মনে করি এ ধরনের অন্ধকারের শক্তির বিরুদ্ধে লড়াই করতে সংস্কৃতি একটি বড় হাতিয়ার। ”
“এ জায়গাটিতে ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে। এই কাজগুলো ঠিকমতো করতে পারলে, মানুষের চেতনায় বাঙালী সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও তরুণ প্রজন্মের মধ্যে দেশের প্রতি ভালবাসা আনতে পারলে অপশক্তির বিরুদ্ধে লড়াই করা সহজ হবে।
”
নির্বাচনের পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূর বলেন, “বিষয়টি পরিকল্পিতভাবেই হয়েছে। হামলাকারীদের দীর্ঘদিনের প্রস্তুতি ছিল বলে আমার ধারণা। ”
‘অপশক্তির’ বিরুদ্ধে লড়াইয়ে আওয়ামী লীগ অতীতেও জয়ী হয়েছে মন্তব্য করে এক সময়ের জনপ্রিয় অভিনেতা নূর বলেন, এবারো তারা জয়ী হবেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিসভায় যোগ দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।