আমাদের কথা খুঁজে নিন

   

‘অপশক্তির’ বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় নূরের

সোমবার সচিবালয়ে নিজের কার্যালয়ে যোগ দেয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নীলফামারি-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের এই সাংসদ বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা, তাদের ওপর হামলা হচ্ছে। এ রকম একটি সংকটময় সময়ে আমি মনে করি এ ধরনের অন্ধকারের শক্তির বিরুদ্ধে লড়াই করতে সংস্কৃতি একটি বড় হাতিয়ার। ”

“এ জায়গাটিতে ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে। এই কাজগুলো ঠিকমতো করতে পারলে, মানুষের চেতনায় বাঙালী সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও তরুণ প্রজন্মের মধ্যে দেশের প্রতি ভালবাসা আনতে পারলে অপশক্তির বিরুদ্ধে লড়াই করা সহজ হবে।

নির্বাচনের পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূর বলেন, “বিষয়টি পরিকল্পিতভাবেই হয়েছে। হামলাকারীদের দীর্ঘদিনের প্রস্তুতি ছিল বলে আমার ধারণা। ”

‘অপশক্তির’ বিরুদ্ধে লড়াইয়ে আওয়ামী লীগ অতীতেও জয়ী হয়েছে মন্তব্য করে এক সময়ের জনপ্রিয় অভিনেতা নূর বলেন, এবারো তারা জয়ী হবেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিসভায় যোগ দেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.