যা ঘটতে পারে >>> খালেদাজিয়াকে আজ রাতে ধরা হতে পারে! যেহেতু আজ বৃহঃ বার তাই কাল ও পরশু হয়তোবা হরতাল ডাকবেনা বি.এন.পি. তাই বড় ধরনের গন্ডগোলের সম্ভবনাও কম থাকছে। (যেহেতু বিভিন্নখান থেকে খালেদাজিয়াকে ধরবে বলে খবর শুনতে পাওয়া যাচ্ছে) যেদিনয় তাকে ধরাহোকনা কেন, এ ঘটনার কিছুদিন পর প্রজম্ম চত্তর ভেঙ্গে দিয়ে এইচ এম ইমরানসহ বেশকিছু ব্লগারকে ধরে হেফাজতে ইসলামকে শান্ত রাখবে সরকার। দরকার পরলে হেফাজতে ইসলামের 3-4টা দাবিও পূরণ করতে পারে! ব্যাস ঝামেলা খালাস। এরপর আমজনতাকে আম ধরিয়ে দিয়ে সরকার বলবে... নেবাবা তোরা আম খাঁ আর আমি চালাই দেশটা আমার মত করে.... (আমার চিন্তা ভাবনার উপর ভিত্তিকরে লিখলাম! ভুল কিছু লিখে থাকলে ক্ষমা করবেন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।