বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ূ বড় জোর এক বছর। !!!! কিছুদিন চোখ বন্ধ রাখার পর রানী এক প্রত্যুষে চোখ খুললেন। ততক্ষনে হিউম্যান রাইট্স ওয়াচ সবকিছু দেখে চলে গিয়েছেন... মিজান ভাইকে ডেকে আনা হল... করজোর করে জানালেন কিছুই হইনি রানি-এটা রুটিন ভ্রমন ছিল। তবে যে সাতক্ষীরাই কি শুনছি- সোনার ছেলেরা নাকি লাঙ্গলের ফলা নিয়ে নেমে পড়েছিল? সা হারা মালিকান বললেন - তেমন কিছু নয়! ও আপনি ছিন্তা করবেন্ না। রানি- কুয়েটে কি হয়েছে? - কিছুনা, আপনি ঘুমান। রানি- বুয়েটে? ... তারপর ... আমার খুব ঘুম পাচ্ছে - রানি আবার শুয়ে পড়লেন। নির্দেশ দিলেন কাল সকালে প্রেস ক্লাবের মাইক গুলা যেন বন্ধ থাকে। বড্ড ডিসটাব করে ও গুলো। আমরা বিশ্বাস করি রানি রা বেশিদিন ঘুমান না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।