আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ূন আহমেদীয় ...........

আমি আপনার তালে নেচে যাই,আমি মুক্ত জীবনানন্দ আমার বই পড়া হয় খুব কম,যত কমই পড়া হোক না কেন বাংলাদেশী হয়ে হুমায়ূন আহমেদ স্যার এর বই পড়েন নি এমন অক্ষর ঞ্জান সম্পন্ন ব্যক্তি কম ই আছেন।উনার লিখায় এমন কিছু আছে যা দিয়ে তিনি পাঠক কে ওদ্ভুত কোন কাজে উৎসাহিত করতে পারেন,কিছু ভিন্নধর্মী স্বাদ,সৌন্দর্য্য উনার তৈরী ,কিছু ভাললাগা উনার তৈরি পন্থা ছাড়া প্রকাশ ই করা যাবে না।যেমন কাঁচা মরিচ দিয়ে চা,গরম ভাতের ভেতর একটুকরো সরষেবাটা মাখা ইলিশ,টকটকে সবুজ শাড়ির সাথে টুকটুকে একগাছি লাল রেশমী চুড়ি কপালে লাল একটা টিপ,গাছের ডালে ঘর বাঁধা.............ইত্যাদি আরও অসংখ্য টুকরো-টুকরো কাজ।এ কাজ গুলো করার মাঝে এক ধরনের হুমায়ূন আহমেদী অনুভূতি,স্বাদ,ভাললাগা,আনন্দ কাজ করে। আর প্রত্যেকটা ব্যপারেই থাকে ভিন্নমাত্রার সৌন্দর্য্য,অদ্ভুত রকমের আত্মতৃপ্তি................।উনার বর্ণিত কিছু পাগলামি মত কাজ করার পর যে অনুভূতি হয় তাকে অন্য কোন নাম ই দেয়া যায় না কারণ সেগুলো পুরোপুরি হুমায়ূন আহমেদীয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.