আমাদের কথা খুঁজে নিন

   

রাতের রঙ ফুরিয়ে গেলে ব্যথার কাশফুল জেগে উঠে জন্মদাগের মত

আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! মাঝরাতে খসে পড়ে নিরাপদ যৌনমুখোশ , কেঁদে যায় স্বরভাঙ্গা ডাহুক। নিজস্ব আগ্নেয়গিরির স্কন্ধে দাঁড়িয়ে কারা গেয়ে ঊঠে হারিয়ে যাওয়ার গান, আমার চিতার আগুণে পুড়ে যাও,হে হিমঘরের পাখিরা! সিজোফ্রেনিক রাত আর চাঁদ পরস্পরের বেদনাত্মক সংগম! জানালায় নিদ্রাকে ঝুলিয়ে দিয়ে নৃত্য করি আয়না ঘরে।ঝাউবনের দীর্ঘশ্বাস নেচে বেড়ায় ইনসমনিয়ার ভেতর! আমারও ইচ্ছে হয় পূ্র্ণিমা রাতে জোৎস্নার বুকে মিশে যেতে, শুন্যতার পোষাকে জোৎস্নাও একধরনের ভ্রম! এইসব অসমাপ্ত ভ্রমণ পাথরে খোদাই হোক, রাতজাগা কোন ঊদ্ভ্রান্ত ঊন্মাদের হাড়ে ছুটি ছুটি বলে চিৎকার করে বন্দি জীবন - মলিনখাতায় নির্জনতা দৃশ্যত গভীর এবং কবর! রাতের রঙ ফুরিয়ে গেলে ব্যথার কাশফুল জেগে উঠে জন্মদাগের মত!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।