আমাদের কথা খুঁজে নিন

   

নাগরিক আলাপ ১

আমার ভিতরে আমি স্বতন্ত্র জীবন যাপন করি। মধ্যদুপুরে রাত পোহায় নাগরকি উলঙ্গতায় শহর তখন ব্যস্ততায় খামচিবদ্ধ। আমি কিংবা আরও বাউন্ডুলে ঘুমচোখে পথে নামি রোদ পোহাবার আশায়! নির্বাচিত কিছু গালিগুচ্ছ ঠোটস্থ হঠাৎ ব্রেককষা রিকশাওয়ালা,অথবা পানি ছিটে দেয়া দামি কার মুখ চাপড়ে সযতনে গালি পৌছে দেই প্রাপকের গর্জে উঠা গর্বের কান লতিকায়। বিকেলগুলো শিকোয় উঠে বাসের হর্নে নগর সভ্যতার শ্রমিক যারা তারা তখন বাড়ী ফেরার ল্যাজ তোলে আমরা কেবল নির্জন রাস্তা খুঁজে চলি হাঁটবাজারি নগরে কি যে স্বাদ এ নগর বর্ণে ! নেই ফিরে আসার তাড়া নগর জ্যামের চৌদ্দশিকে আঁটকে গেছে প্রহরগুলো ক্ষ্যাত নাগরিকের ছেড়া স্যান্ডেল ধুলিখোঁজে বিষন্নতার চলে যেতে ততক্ষনে দিশেহারা। ফাহাদ রহমান খান কবির নামের এই ব্লগারের নিকের বয়স ২ বছর ১০ মাস।কিন্তু অবাক করা বিষয় হল তিনি এখনও ওয়াচে! উনাকে সেফ করে প্রথম পাতায় লেখার অনুমতি দেয়া হোক।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.