যে ধর্মীয় স্বাতন্ত্র্যের কারণে এই বঙ্গভূমি পূর্ব পাকিস্তান হয়েছিল, তারপর হয়েছিল স্বাধীন বাংলাদেশ, সেই স্বাতন্ত্র্যের বিলোপ সাধনের জন্য প্রতিনিয়ত সর্বাত্মক উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু ধর্মীয় স্বাতন্ত্র্যই যদি না থাকতো, তাহলে পূর্ব বাংলার মানুষও আসামের অন্তর্ভুক্ত বৃহত্তর সিলেটের জনসাধারণ পাকিস্তানের পক্ষে যাবার জন্য ভোট দিত না। স্বাধীন বাংলাদেশও প্রতিষ্ঠিত হতো না। এই জনপদও যদি হিন্দু অধ্যুষিত হতো তাহলে বাংলাদেশের পাকিস্তানে যোগ দেওয়ার প্রশ্নই উঠতো না। ভারতের সঙ্গে একাকারই থাকতো। এখন সবকিছু ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করছে সরকার। অর্থাৎ এই সরকারের অধীনে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব এখন বিপন্ন হয়ে পড়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।