আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মীয় চুলকানীর ঔষধ কী?

ওয়াঁ...ওয়াঁয়াঁ...ওয়াঁয়াঁয়াঁ...!!!
আজ দুপুরে খাবার পর আড্ডা চলছে। একজনের হঠাৎ ঠান্ডা লাগায় হাল্কা জ্বর আর সর্দি। আলোচনার তেমন বিষয় না থাকায় কথা শুরু হলো অসুখ নিয়ে। কার কবে পক্স হয়েছিল, জন্ডিসের ভ্যাকসিন নিয়েছে কি না, কি কি খেলে হাল্কা জ্বরে চাঙ্গা থাকা যায়, কোন কোন রোগের মেডিসিন নাই, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু ইত্যাদি হঠাৎ একজন বলে বসল, আল্লাহত্বায়াল সব অসুখের মেডিসিন মানুষের আয়ত্তে দেয়নি বলে এখনো সকল অসুখের মেডিসিন আবিষ্কার হয়নি। আমি কিঞ্চিত অবাক হলাম। ভেবে পেলাম না ঠিক কি কি অসুখের কার্যকরি মেডিসিন আল্লাহপাক মানুষকে দিয়েছেন? আর দিলেই বা কিসের মাধ্যমে দিয়েছেন? পাক কোরানে শুধু মধু’র গুনাগুন ছাড়া আর কিছু শুনিনি। স্বীকার করি আমার জ্ঞানের স্বল্পতা আছে। তবে আমার প্রশ্ন কারো অনুভূতিকে আঘাত করার নয়। ছবিঃ ইন্টারনেট থেকে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.