শাফিক আফতাব---------- জেসিকা, চব্বিশতম বিসিএসে জয়েন করেই তোমাকে বিয়ে করবো বলে কথা দিয়েছিলাম, মফস্বল শহরের অভিজাত আবাসিক এলাকায় বাসা নেবো বলে কথা দিয়েছিলাম, তোমাকে প্রাণ খুলে ভালোবাসবো বলে শপথ করেছিলাম। আমার নিপুণ অভিনয়ে তোমার মা অঝোর কাঁদছিলো ক'ঘণ্টায় ব্যবহারে মানুষ বলে নাকি ভুলে হয়েছিলো তাঁর চরণধুলি নিতেই ফুঁপিয়ে কাঁদছিলো স্বামীহারা মা তোমার আষাঢ়ের বাতাসও সেদিন আপ্লুত বইছিলো। জেলা সদরের রেললাইন ধরে আমরা সেদিন জীবনের রেল ছুঁই আহা ! কী বিস্তৃর্ণ দেখাচ্ছিলো ধানক্ষেতের ভুঁই শাড়ির আঁচল আর তরুণীচুল তোমার বাতাসে উড়ছিলো আর তোমার আমার কথা হয়ে এসেছিলো এলোমেলো। জেসিকা, তুমি নাকি আজ এই শহরে থাকো। এসো একদিন, রেলভ্রমণে............. ২৫.০৬.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।