শাফিক আফতাব---------- জেসিকা একদিন ঘাঘটের জলকে থামিয়ে দিয়েছিলে তুমি তোমার চোখের নোনা ঘামে ঘাঘটই কেঁদেছিলো জেলা সদরে সেদিন কেনাকাটা হয়নি কোনো দোকানি খোলেনি দোকানের ঝাঁপ। সেদিন আসতে মাত্র পঞ্চাশ মিনিট লেট হয়েছিলো আর সেটাই ছিলো তোমার মহাকাল অথচ আজ দেখো আমার যখন দুর্দিন আকাল তুমি আজ অপেক্ষা নামক শব্দটিকে নির্বাসনে পাঠালে। চোখ টিপেছিলো আর আমি টিপেছিলাম তোমার ফুল উত্তাপে ওম দিয়েছিলে,আমার হয়েছিলো ভুল। ভুলে ফুলে দুলে দুলে সেদিন সকালে তুমি অনুকূল আজ তুমি হৃদয়ে মম প্রানহীন পাথরপুতুল। তবু মনে হয় ঋদ্ধ, ধন্য আর ঐশ্বর্যময় তোমার প্রাচৃর্যে কার সাধ্য আছে দেবে আমাকে ধন তোমার সৌন্দর্যে !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।