প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
জেসিকা কেনো এত রেগেছিলো, আজ কেনো সে বলেনা কোনো কথা ?
জেসিকা কেনো আজ পর্দার আড়ালে থাকে ?
জেসিকা তো ভালোবেসেছিলো, মন দিয়েছিলো, দিয়েছিলো গোলাপ,
তবে আজ আমার কথা কেনো আজ তার অসহ্য প্রলাপ ?
জেসিকার কাছে ভালোবাসা ছিলো, জীবনমরণ, আশ্রয়, বেঁচে থাকার নিরাপদ আলয়,
আমার কাছে ভালোবাসা ছিলো বিলাস, অলস সময়ের খুঁনসুটি, আর লুটোপুটি,
জেসিকার কাছে ভালোাবাস ছিলো, দুর্দিনে বেঁচে থাকার দখিনা মলয়
আর আমার কাছে ভালোবাসা ছিলো দাবার গুঁটি।
জেসিকা ভালোবেসে বাঁচতে চেয়েছিলো, আমি ভালোবেসে খেলতে শিখেছিলাম,
জেসিকা ভালোবেসে বাঁধতে চেঁয়েছিলো ঘর, আমি চেয়েছিলাম খাঁটি দুধের সর,
জেসিকা ভালোবেসে দুবেলা দুমুঠো খেতে চেয়েছিলো ভাত ;
আমি ভালোবেসে ঝরাতে চেয়েছিলাম রোমান্সের বৃষ্টিপাত।
জেসিকা তাই আজ আমার কেউ নয়,
জীবনে বেঁচে থাকাই জেসিকার কাছে ভালোবাসা প্রেম অার প্রণয়।
০৬.০২.২০১৪
জেসিকা ভালোবেসে ভাত খেতে চেয়েছিলো //
শাফিক আফতাব //
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।