শাফিক আফতাব--------------- জেসিকা, যখন সত্যি মনে হয় তুমি আমাকে ভালোবেসেছিলে তখন মনে হয়, পৃথিবীতে কোনো আধুনিক পুরুষ নেই কেনোনা থাকলে কি আর আমাকে ভালোবাসতে ? আমি আয়নায় নিজের মুখ দেখি কিংবা রাতের সিটিবাসে গ্লাসের বাহিরেও নিজেকে দেখা যায় অভিজাত অফিসের লিফটেও চোখ পড়ে হরহামেশা সবচে বড় কথা আমার অফিসের কাঠের বাঁধানো গ্লাসে আমাকে বেশ পরিষ্কার দেখা যায় সেরকম তো কোনোদিন মনে হয় নি ! তবে কেনো তুমি গোয়েন্দা পুলিশের মতোন অজপাড়াগাঁও থেকে আমাকে বের করে ভালোবাসতে থাকলে ? জেসিকা এখন মনে হয়,তুমি আমাকে ভালোবেসেছিলে বলে আমি সুন্দর হয়েছিলাম তুমি আমার কাছে থেকেছিলে বলে আমি এক বীরোত্তম যোদ্ধা ছিলাম তুমি ভালোবেসেছিলে বলে মনে হয়, এই ক্যাম্পাসে কোনো স্মার্ট সুদর্শনযুবক অধ্যয়ন করেনি যদি হতো, আমাকে কি আর তুমি ভালোবাসতে ? আাজ তুমি নেই আমি যুদ্ধের প্রান্তরে বন্দুকহীন খালিহাতে নিথর পড়ে থাকি জীবনে যু্দ্ধ জয়ের আর কোনো সম্ভাবনা দেখিনা আমি। তুমি নেই বলে আমার সকল সুন্দর নষ্টের জলে ভেসে গেছে আমি প্রেমহীন প্রাণহীন পড়ে থাকি, জড় অথর্ব বৃদ্ধের বিক্ষত ভাবনার মতো ২৬.০৬.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।