আমাদের কথা খুঁজে নিন

   

কানাডার ভিসা পাননি নাসির!

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা আরো পড়ুন >> টেষ্ট ভেন্যুর স্বীকৃতি পেল খুলনা ১২ই মে কানাডার টরেন্টতো বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেট কানাডার আয়োজিত এই ম্যাচে ৫ হাজার মার্কিন ডলারে বাংলাদেশের নাসির হোসেন নিমন্ত্রন পেয়েছিলেন। কিন্তু নাসিরের যাওয়া হচ্ছে না ! সবকিছুই গুছিয়ে রেখেছিলেন, ৯ই মে টরেন্টোতে নাসিরের সঙ্গী হিসাবে যাওয়ার কথা ছিল নাসিরের বড় ভাইয়ের। কিন্তু সোমবার নিজের পার্সপোর্ট হাতে পেয়ে দেখেন সেখানে কানাডার কোন ভিসার ছাপ লাগেনি। নাসিরতো অবাক হয়েছেন,সাথে অবাক হয়েছেন বিসিবির কর্মকর্তারাও।

এই প্রথমবারের মত জাতীয় দলের কোন ক্রিকেটার ভিসা না পাওয়ায় খেলতে যাওয়া আটকে গেল। শেষ পর্যন্ত ক্রিকেট কানাডাকে নাসিরের ভিসার অপ্রাপ্তির বিষয়টি জানানো হয়। বিপদে আছে তারাও। প্রীতি ম্যাচ আয়োজন করে ক্রিকেটার সংকটে ভুগছে। কানাডা সরকারের পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না।

সে কাতারে বাংলাদেশের নাসিরের নামও চলে এসেছে। বিসিবি থেকে উচ্চপর্যায়ে তদ্বির করেও এখন লাভ হবে না। কানাডিয়ান ভিসা বিভাগ ঢাকা থেকে স্থানান্তরিত হয়েছে সিঙ্গাপুরে। অবশ্য ক্রিকেট কানাডা চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেখান থেকেই ভিসা ইস্যু করার। মূল খবর এখানে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।