www.kuhelika.com পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু হল বাংলা কমিউনিটি ব্লগ "কুহেলিকা"
“প্রতিজ্ঞা, প্রারম্ভ আর লক্ষ্যে একাগ্রতা” এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে পহেলা বৈশাখ ১৪১৯
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই কুহেলিকার পথ চলা। সেই মুক্তিযুদ্ধ, যা এখনো আমাদের চলার পথে অনুপ্রেরণা জোগায়। যা আমাদের দেশকে নতুন করে ভালবাসতে শিখায়। দেশকে নিয়ে ভাবতে শিখায়। দেশের জন্য প্রাপ্য নির্ধারণে সাহায্য করে।
১৯৭১ এ বীর মুক্তিযোদ্ধাগণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রতিজ্ঞা করেছিলেন স্বাধীন দেশ গড়ার, প্রিয় বাংলাকে পরাধীনতার হাত থেকে বাঁচানোর। যে দেশে তাঁদের উত্তরসূরীরা বাঁচবে মাথা উঁচু করে, থাকবেনা কারো পরাধীন হয়ে। সেই সব বীরদের দেখানো পথেই আমরা পেয়েছিলাম ‘প্রতিজ্ঞা’ শব্দটির নতুন এক মানে।
প্রশিক্ষিত যোদ্ধা না হয়েও, শুধুই দেশকে ভালোবেসে, অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত আর প্রশিক্ষিত শত্রুর সামনে বুক চিতিয়ে লড়েছিলেন কোটি বাঙালী। শুরু করেছিলেন নতুন দেখা স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার যুদ্ধ।
সেই গল্প থেকে আমরা শিখেছিলাম নতুন এক ‘প্রারম্ভ’ এর কথা।
তারপর টিকে থাকার লড়াই, ৯ মাসজুড়ে বুকের রক্তে রঙিন হলো বাংলার মাটি। না, বীরের দল কিছুতেই ভীত হয়নি, পিছু হটে নি তাঁরা। বুকের রক্ত দিতে তাঁরা প্রস্তুত, কিন্তু লক্ষ্যে অবিচল। সেই তখন আমরা জেনেছিলাম, ‘লক্ষ্যের’ প্রতি অবিচল থাকার কথা।
এই নতুনভাবে জানা কিন্তু খুব পরিচিত তিনটি শব্দের ওপরে ভিত্তি করেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ। শব্দগুলোর নিগূঢ় অর্থ জেনেছিলাম বলেই আজ আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিতে পারছি। তাই, “প্রতিজ্ঞা, প্রারম্ভ আর লক্ষ্যে একাগ্রতা” শব্দগুলোই হলো কুহেলিকার মূলমন্ত্র, চলার পথের পাথেয়।
বর্তমান সময়টা কেমন যেন বেশ কুয়াশা ঢাকা। কুয়াশার চাদর ফুঁড়ে আলোর পথে অগ্রযাত্রায় দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা।
সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় পারে আমাদের মাথা তুলে দাঁড়ানোর মূল শক্তি।
আমরা সেই দিনের অপেক্ষায় যেদিন আমাদের ন্যায্য অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না। সীমান্তের কাঁটাতারে ঝুলবে না কোন লাশ, বাঁধের পর বাঁধ দিয়ে শুষে নেবে না আমাদের পানি………
লেখা একটি বড় শক্তি। লেখার মাধ্যমে ব্যক্তিত্ব, চিন্তাচেতনা ফুটে ওঠে। লেখার মাধ্যমেই কাজী নজরুল উজ্জীবিত করেছেন তরুণদের।
তাই “প্রতিজ্ঞা, প্রারম্ভ আর লক্ষ্যে একাগ্রতা” এই মূলমন্ত্র নিয়ে আমাদের এই চলার পথে আপনাদের সৃজনশীল লেখা আমাদের কাম্য।
কুহেলিকার রাজ্যে স্বাগতম। শুভ ব্লগিং ……
ব্লগের ঠিকানাঃ http://www.kuhelika.com/
ফেসবুক ফ্যান পেজের ঠিকানাঃ https://www.facebook.com/Kuhelikablog ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।