আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্ন দুপুর

ট্রেন দিয়ে যেতে যেতে ক্লান্ত দুপুরের বিষন্ন রুপ দেখছি ,আমার হৃদয়ের সুর তুলতে ভুলে যাওয়া একতারার মত-ই বিষন্ন ।অথচ একসময় এমন-ই ফাগুনের দুপুরে ইচ্ছেমত স্কুলশেষে মাঠে খেলতাম, পুকুরে ইচ্ছেমত সাতার কাটতাম ,বটতলায় বসে বন্ধুদের নিয়ে তর্কের ঝড় তুলতাম....... কিন্তু আজ ? বড় বেশী শূণ্য এই আমি ... একলা প্রহরে আমার পাশে সেই বন্ধুদের স্পর্শ নেই.... তাদের পায়ের ছাপ ধরে মাটির রাস্তা দিয়ে আজ আর হাঁটা হয় না .... পথে -পথে, প্রতি প্রহরে -প্রহরে সেই শৈশব, সেই কৈশোর - আজ কাঁদে ,কেউ তাকে আর জড়িয়ে ধরে না , সময়ের পথে পথে তাই অসংখ্যা কাব্য রচিত হচ্ছে চোখের জলে ,হৃদয়ের সবটুকু ভালবাসা দিয়ে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।