কুহেলিকা........
অদ্ভুত........
পাখিসব শংকিত.....
কিনারে কিনারে, সামনে পিছনে,
চারপাশে চারিদিকে.........
বৃক্ষলতা কুঞ্চিত...
নবীনা চমকিত।
আঙিনাতে রাঙাপাখিটি
উড়ে যাবে,
জ্বলজ্বলে পাখার পতাকা উড়িয়ে।
কিন্ত কই?
অদ্ভুত কুহেলিকা,
অশান্ত অন্তরাত্না,
পাখি থরথর।
সফেদ চাঁদরে মুড়ি
গাছগুলো নদীগুলো.....
জেগে উঠতে মানা
সুর্য পরশ বারন।
কুঝ্জটিকার ঘোমটার
মনখোলা বাতাসে
সবুজ পাতার চুল
উড়াতে ভীষণ ভয়।
কুঁকড়ে থাকা দেহগুলি.....
ভালোবাসা
অদ্ভুত কুহেলিকার।
জানি জানি.....
শুভ্রতার চাদরের মিথ্যা ছলনায়
ঢেকে রাখে সে সম্ভবনা।
ছলা তার বড়ই করুন।
তবু জেগে উঠবে দেহগুলি
নেচে উঠবে প্রানগুলি
শক্ত হবে পেশীগুলি।
ধরবে লাঙল ফলবে ফসল,
শীতলতার হবে অবসান
উষ্ণতা করবে ফলবান,
জমিগুলো আর দেহগুলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।