আমাদের কথা খুঁজে নিন

   

বাসর রাতে পতি মরলো গলায় ফাঁসি দিয়া

বিজ্ঞানী কলিন্স পড়ে চাঁদে যাওয়ার দোয়া। আমি ইমরান মাঝি দেখো ছইয়ের মধ্যে শোয়া নতুন, নকল, ছোট পুথি মোদের সাহেবী ভূষণের মাঝে আছে চাষার মন। সেই অতৃপ্ত হৃদয়ের জন্য এই না আয়োজন। বাসর রাতে পতি মরলো গলায় ফাঁসি দিয়া এমন লক্ষী মেয়ে এমন লক্ষী মেয়ে বক্ষ বেয়ে পড়ে জলের ঢেউ এই ঘটনার আসল সত্য জানলো না তো কেউ। হবে কেমনে বিচার হবে কেমনে বিচার নুরুর মাচার উপর বসলো সবে বাসর ঘরে বধূ ছিল মরলো কেমনে তবে।

বলবে নতুন বধূ বলবে নতুন বধূ যদ-মধু ভাবছে গালে হাত সকল লোকের দৃষ্টি সেথা মিনিট গেল সাত। বধূর ঠোঁট নড়িল বধূর ঠোঁট নড়িল হেয় মরিল তার আমি কি জানি আমার মনে কষ্ট কেমনে স্বামীর মরণ মানি। আমায় ক্ষমা করবেন আমায় ক্ষমা করবেন মনে ধরবেন আমি চাঁদের হাসি বাসর ঘরে গিয়ে দেখি স্বামীর গলায় ফাঁসি। সবাই মিথ্যে ভাবে সবাই মিথ্যে ভাবে বিচার হবে বধূর হবে জেল পুলিশ আসলে নিয়ে যাবে দেখলে পাকা বেল। জলদি শিকার কর জলদি স্বীকার কর পায়ে ধরো মোল্লা- মাঝি সবার তবে কিছু আশা থাকে অল্প শাস্তি হবার।

মেম্বর গর্জে ওঠে মেম্বর গর্জে ওঠে গত ভোটে করছে তিনি ফেল চিৎকার দিয়া বললো- বেটি হইবে শেষে জেল। বধূ চুপচাপ থাকে বধূ চুপচাপ থাকে ফাঁকে ফাঁকে মোছে চোখের জল জলের বদল পরে যেন দেশি খেজুর ফল। হঠাৎ কি ঘটিল হঠাৎ কি ঘটিল প্রৌঢ় এলো শীর্ন আসর মাঝে সকল লোকের চোখ পড়িল ফকির বেটার সাজে। তাহার লম্বা দাড়ি তাহার লম্বা দাড়ি অঙ্গে শাড়ি দেখতে লাগে ডর বললো পাগল চাঁদের দেশে তাহার আসল ঘর। সবাই বিশ্বাস করে সবাই বিশ্বাস করে বাসর ঘরে মরলো কেমনে স্বামী এই ঘটনার আসল সত্য বলতে পারি আমি।

তোমরা ধৈর্য ধরো তোমরা ধৈর্য ধরো বন্দী করো জাহান্নামী নারী স্বামীকে সে মারছে রাতে গলায় দিয়া শাড়ি। ফকির চলে গেল ফকির চলে গেল মেম্বর পেল নিশিত এক ছেনি কার্য দেখে যাচ্ছে খুলে লক্ষ মাথার বেণী। হইলো বিচার শুরু হইলো বিচার শুরু বাঁধলো নূরু বেটির হাতে পায় নতুন বধূর কোমল পরাণ আল্লার কাছে যায়। মতিন কাটলো গলা মতিন কাটলো গলা মহিষ বলা যেতে পারে ভাই বৃক্ষরাজী শূন্য এখন পাখি পত্র নাই। আসলো অনেক কুকুর আসলো অনেক কুকুর মধ্য দুপুর ছিল তখন দেশে টুকরো টুকরো বধূর মাংশ খাইলো সর্বশেষে।

সবাই মর্মাহত সবাই মর্মাহত আছেন যতো দর্শনার্থী ভাই একটা কিন্তু দুরে ছিল কাছে আসে নাই। সেটা স্বামী ছিল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।