আমাদের কথা খুঁজে নিন

   

টোকাই সর্দার

আিম স্কুল জীবন েথেক িলিখ শহীদুল ইসলাম প্রামানিক ফুটপাতের ওই টোকাই সর্দার গাল কাটা আলমাছ আঙুল ফুলে সে নাকি আজ বিশাল কলাগাছ। তিন জোড়া তার ফ্লাট বাড়ি তিন তিনটে গাড়ি পানির জাহাজ তাহাও তিনটে গার্মেন্টস গোন্ডা চারি। ডাল-ভাত তার ভাল লাগেনা পোলাও কোরমা খান মাঝে মাঝে চাইনিজ খেতে চীন, সিঙ্গাপুর যান। অঢেল টাকার মালিক হলেও চাঁদাবাজি নাকি করে? আলমাছের নাম শুনলে পরে চাঁদা দেয় সব ডরে। টাকার কুমির হলে পরেও স্বভাব যায়নি তার কথায় কথায় মাস্তানী ভাব মারে ভীষন মার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।