আমাদের কথা খুঁজে নিন

   

টোকাই


মায়ের ডাকে কভু ঘুম ভাংগেনা আদর ভালোবাসা কেউ দেয়না অনাহারে অর্ধাহারে দিন কেটে যায় আমাদের খবর কেউ রাখেনা। আমরা টোকাই আমরা রাস্তার সন্তান তাই রাস্তাই ঠিকানা রাস্তাই আপন। ওদের মত ব্যাগ কাধে স্কুলে যাইনা লাল নীল স্বপ্নে কভু হারাই না দল বেধে করি খাবারের সন্ধান বুঝি জীবন মানেই উপার্জন। আমরা টোকাই আমরা রাস্তার সন্তান তাই রাস্তাই ঠিকানা রাস্তাই আপন। পৃথিবী করেছে আমাদের সাথে প্রতারনা কষ্টে যন্তনায় তাই কখনো ভেংগে পড়িনা তোমরা থেকো সুখে ওগো প্রিয়জন তোমাদের জন্যই জানি আমাদের প্রয়োজন। আমরা টোকাই আমরা রাস্তার সন্তান তাই রাস্তাই ঠিকানা রাস্তাই আপন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।