আমাদের কথা খুঁজে নিন

   

টোকাই জীবন

ক্ষণস্থায়ী এই ছোট্ট জীবনে লেখালেখির মাধ্যমে আত্নপ্রকাশ করতে চাই। টোকাই জীবন আজিম হোসেন আকাশ কাব্যগ্রন্থ-আমরা কিশোর এই যে যারা অধিক শীতে কাপে যবু থবু; তাদের তরে তোমার মনে হয় কি দয়া কভু। অনাহারে অর্ধহারে জীবন কাটে দুর্ভোগে; কেউ কি তবু দাড়ায় পাশে তাদের কঠিন দুর্যোগে। তোমরা যখন অট্টালিকায় থাক মহা সুখে; ঝড়-বৃষ্টি রোদ-বাদলে থাকে তারা দু:খে। রাস্তার ধারে-পার্কের কোনে কাটে টোকাই জীবন; দিন বদলের পালায় তাদের একদিন হয় মরণ। কত সরকার আসে যায় ভাগ্যে রটে না কিছু; দু:খের মাঝেই কাটায় জীবন কষ্ট ছাড়ে না পিছু। --০--  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।