আমাদের কথা খুঁজে নিন

   

টোকাই

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

টোকাই নিষ্ঠুর নিয়তি আমার, তোমায় উপহাস করবো এমন দুঃসাহস হয়নি কখনো। জন্ম আমার রাতের আঁধারে, এক জীর্ণ কুটিরে। অমাবস্যা ছিল কিনা কে জানে? অবহেলায় চাঁদ দেয়নি আলো একফোঁটা। নিভু নিভু এক মাটির পিদিম নিস্তেজ আলো জ্বেলে বার্ধ্যকের প্রহর গুনছিল ঘরের কোণে। নবজাতকের মুখ উজ্জ্বল করেনি সেই আলো।

সৌভাগ্যের তিলক জোটেনি তার ললাটে। মা তার একা জেগেছিল আঁতুর ঘরে। নিস্তব্ধ রাতের প্রহর শেষে ভোরের প্রথম আলোয় সন্তানের মুখটা এক নজর দেখবে বলে, কতনা আকুতি ছিল মায়ের চোখে। অমঙ্গলের কালো ছায়া পিছু ছাড়েনি কখনো। কালো টিপে হয়নি লেখা তার ভাগ্যের লিখন।

বাবা কে তার জানা হয়নি কোন কালে। মা তাকে কিছু না বলে একদিন চলে গেল পরপারে। আজ সে একা এই জগত সংসারে। নাম একটা জুটেছে কপালে। ধন্যবাদ রনবী, আমি সেই টোকাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।