আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের প্রিয় "ফেলুদা"

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন "ফেলুদা" -সত্যজিৎ রায়ের এক অনবদ্য সৃষ্টি । ফেলুদার কাছে জেমস বন্ড, শার্লক হোমস- সব সাদা কালো হয়ে যায় । ফেলুদার কাছে এসব কিছুই না । ছোটবেলায় ফেলুদা পড়া হয়নি, তবে দেখতাম নিয়মিত । সপ্তাহে দুইদিন রাতে টিভিতে দেখানো হতো ।

পড়ালেখা আগেভাগেই সেড়ে রেখে অধির আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকতাম কখন শুরু হবে ফেলুদা আর কখন ফেলুদা এসে জটিল জটিল সব ইন্টারেস্টিং কেস তুরি মেরে সমাধান করে ফেলবে! এতটাই আগ্রহ নিয়ে দেখতাম যে নিঃশ্বাস নিতেও ভুলে যেতাম মাঝে মাঝে । কোনদিন যদি কারেন্ট না থাকার কারণে দেখতে না পেতাম- প্রচণ্ড রাগ আর মন খারাপ হতো । আর মনে হতো, ইস! আরেকটু কেন দেখাল না এ পর্বে?! আজ অনেকদিন পর "ফেলুদা" বইটা হাতের কাছে পেয়ে পড়ে ফেললাম একটা গল্প । ঠিক আগের মতোই ফিলিংস । কোন পার্থক্য নেই ।

সেই ছোটবেলার মতোই রোমাঞ্চকর অভিজ্ঞতা । পড়তে গিয়ে মনে হয় আমি আর এখানে নেই, হারিয়ে গেছি দূরে কোথাও... সত্যজিৎ রায়ের হাত ধরে যেন ফেলুদার সাথে সাথে আমিও হেঁটে চলেছি কল্পজগতের সব জায়গায়, বাস্তব বর্ণনার সাথে কিছুটা রহস্যের সংমিশ্রণ... কে আসল অপরাধী, কিভাবে সে ধরা পড়তে পারে, কিভাবে কেসটা সমাধান করবেন প্রদোষ মিত্তির- এই ভাবনায় বুদ হয়েই কখন যে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত কিংবা রাত শেষে ভোর হয় খেয়ালই থাকেনা! এতটা কল্পনাশক্তি আর এতটা সুন্দর সমাপ্তি- সাথে গোয়েন্দাগিরির শিক্ষা... সত্যি সত্যবাবুর তুলনা নেই । সব মিলিয়ে অসাধারণ । জয় ফেলুদার। জয় সত্যবাবুর! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.