আমাদের কথা খুঁজে নিন

   

শুধু ইচ্ছার কারনেই আজ তারা এত উপরে?

মন্দটাই মনে রাখে মানুষ। ভালোটা হাড়গোড়ের সঙ্গে মাটিতে মিশে যায় দুনিয়ার সবচেয়ে বিচিত্র প্রানী হইলো মানুষ। মানুষ, ছোট থেকে খুব দ্রুত বড় হইতে চায়। বেশী বেশী অর্থ রোজগার করতে গিয়ে ভাল স্বাস্থ্যকে নষ্ট করে। অর্জিত সেই টাকা পয়সা নষ্ট করে পুনরায় ভাল স্বাস্থ্য অর্জন করতে চায়।

ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে বর্তমানকে ভুলে যায় আবার ভবিষ্যতে পৌছে গেলে, অতীত কে ভেবে ভেবে আফসোস করে। আর কোন কাজে সফল না হলে একমাএ অবলম্বন হল অজুহাত। যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। পৃথিবীতে এমন অনেক ব্যক্তি আছে যারা অনকে বাধার মধ্যে শুধু মা্এ তাদের ইচ্ছার কারণে অনেক উপরে উঠতে পেরেছিল। #অজুহাত ১ : ‘আমি পড়াশোনার সুযোগ পাইনি’ :: ফোর্ড মোটর এর মালিক হেনরি ফোর্ড ঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারেননি তবুও তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ট গাড়ি কোম্পানির মালিক হতে পেরেছিলেন।

::শচীন টেন্ডুলকার দশম শ্রেনীতে পরীক্ষায় ফেল করেছিলেন। ::বিল গেটস তার ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করতে পারেন নি। #অজুহাত ২ : ‘আমার বাবা ছোটতেই মারা গিয়েছে’ :: এ.আর রহমানের বাবা ছোট বেলাতেই মারা গিয়েছিলেন। তবুও তিনি আজ বিশ্বের উল্লেখ যোগ্য সঙ্গীতকার এবং ভারতের শ্রেষ্ট সঙ্গীতকারে পরিণত হয়েছেন। #অজুহাত ৩ : ‘আমরা অনেক গরীব’ :: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুচির দোকানে কাজ করতেন।

আধুনিক বিশ্লেষকেরা লিংকনকে মার্কিন রাষ্ট্রপতিদের মধ্যে সবার উপরে স্থান দিয়ে থাকেন। মার্কিন রাজনীতিতে তাঁর চিরস্থায়ী প্রভাব রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান মতবাদের পুনরুত্থানে তাঁর ভূমিকা অপরিসীম। :: আবুল কালাম (ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি) ছিলেন গরীব ঘরের সন্তান। তাঁর বাবা ছিলেন একজন মাঝি।

তবুও তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী হতেপেরেছিলেন। ::২৫ বছর বয়সে ভারতের রজনিকান্ত ছিলেন একজন বাস কন্ডাকটর। #অজুহাত ৪ : ‘সাইকেলে ঘুরে বেড়িয়ে কি করতে পারি’ :: বার্সান ভাই পাটেল নিরমা কোম্পানির মালিক। তিনি অর্ধেক জীবন সাইকেলে করে নিরমা বিক্রি করে কাটিয়ে দেন। আর এখন…….. #অজুহাত ৫:আমার কিছু নেই, আমি কিভাবে উপরে উঠবো? :: বলিউড অভিনেতা শাহরুখ খান মুম্বাইতে এসে বেঞ্চে ঘুমাতেন,প্রতিদিন কাজ খোজার জন্য বের হওয়ার আগে বন্ধুর কাছে ২০ টাকা করে ধার নিতেন।

:: নিকোলাস ক্রেজ 'ফেয়ারফ্যাক্স' থিয়েটারে পপকর্ন বিক্রি করতো। :: আপনার প্রিয় গায়ক বন জোভি প্রথম জীবনে বাড়িঘর সাজানোর ডেকোরেটরের কাজ করতো। :: আমার প্রিয় অভিনেতা 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' খ্যাত জনি ডেপ ছোটোবেলায় রাস্তায় রাস্তায় বল পয়েন্ট কলম বিক্রি করতো! #অজুহাত ৬ : ‘আমি গরিব ঘরের সন্তান’ ::বিস্ময়কর ফুটবলার "লিওনেল মেসি"তাকে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ও প্রতিভাবান খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। একসময় লিওনেল মেসি নিজের ফুটবলের ট্রেনিং এর খরচ যোগাতে চা দোকানে কাজ করতেন। :: আন্ড্রু কার্নেগী প্রচুর গরীব ঘরের ছেলে ছিলেন।

তিনি একটি খামারে কাজ করতেন। পরে তিনি আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়েছিলেন। #অজুহাত ৭ : ‘আমি সামান্য একটা চাকরি করি, এ থেকে কি করতে পারি’ :: হলিউড অভিনেতা ব্রাড পিট প্রথম জীবনে 'এল পল্লো লোসো' নামের এক রেস্টুরেন্টে মোরগের ড্রেস পরে হোটেল বয় এর কাজ করতো। তাঁকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় একজন ব্যক্তি হিসেবে ধরা হয়, আর এর পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাঁর পর্দার বাইরের জীবন সম্পর্কিত গণমাধ্যমের সংবাদগুলো। #অজুহাত ৮ : ‘আমি পড়াশোনায় ভালো না’ :: থমাস এলভা এডিসনকে ছোটবেলায় সবাই বোকা, গাধা বলে রাগাত।

তিনি পড়াশোনায় ভালো ছিলেন না। তবু তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন। এডিশন ইতিহাসের বিজ্ঞানীদের অন্যতম একজন বলে বিবেচিত, যার নিজের নামে ১,০৯৩টি মার্কিন পেটেন্টসহ যুক্তরাজ্যে, ফ্রান্স এবং জার্মানির পেটেন্ট রয়েছে। জীবন থেমে থাকে না, আপনি না চাইলেও সময় গড়াবেই। ভবিষ্যতকে আপনি মোকাবেলা করতেই হবে।

তাই অহেতুক আর কোন অজুহাত নয়, এবার সময় বিশ্বকে জয় করার। সাহস নিয়ে বলুন, "আমি পারবোই" তথ্য: ইন্টারনেট, গুগুল, ফেইসবুক।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.