আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিনের নামে স্থাপিত গ্রন্থাগারে রাখা হয়েছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী গোলাম আযম ও দেলাওয়ার হোসাইন সাঈদীর লেখা বই বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিনের বাড়িতে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়। গ্রন্থাগারের ৪ ও ৫ নম্বর আলমারিতে সাজানো রয়েছে গোলাম আযমের লেখা ‘সহজ বাংলায় আল কুরআনের অনুবাদ’ এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর লেখা ‘আল কুরআনের দৃষ্টিতে মহাকাশ ও বিজ্ঞান’, ‘শিশুর প্রশিক্ষণ পদ্ধতি’ ও ‘তাফসিরে সাইদী’। void(1); বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহস ও আত্মত্যাগের অনন্য নজির দেখানোয় যে সাতজনকে ‘বিরশ্রেষ্ঠ’ খেতাব দেওয়া হয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তাদেরই একজন। ১৯৭১ সনের ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জে পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। অন্যদিকে জামায়াতে ইসলামীর তখনকার আমীর গোলাম আযম ও বর্তমান নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীসহ দলটির নেতারা সে সময় বাংলাদেশের স্বাধীনতার প্রবল বিরোধিতা করেন। একজন বীরশ্রেষ্ঠ কে মনে হয় এর থেকে বাজে ভাবে অসম্মান করা যায় না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।