আস-সালামুয়ালাইকুম। আমাদের গ্রামে একটা গরীব এবং নতুন হাফেজিয়া মাদ্রাসা আছে। আমার পরিবার,বিশেষ করে আমার আব্বা- আম্মা দুইজনই পবিত্র হজ্ব করে গাজীখালী নদীর পাড়ে এবং গ্রামের বড় রাস্তার দ্বারে নিজেদের অনেক সুন্দর একটা জমি ওয়াকফহ করে দিয়েছেন মাদ্রাসা করার জন্য। সরকারী কিছু অনুদানও যোগার করেছেন,টিনের বড় একটা ঘর করা হয়েছে। সেখানে কিছু গরীব ছেলেরা পবিত্র কোরআন শরীফ হেফযু করেছেন।
তাঁদের জন্য একটা আইপিএস জরুরীভাবে দরকার। আমি চাই রাতে গ্রামে বিদ্যুৎ না থাকলেও তাঁরা যেন পবিত্র কোরআন শরীফ শিখতে পারেন। আমি নিজে এক হাজার টাকা যোগার করে দিতে পারব। দরকার হলে আরও ৫০০/- টাকা কারো কাছ থেকে ঋণ নিলাম, এই মোট ১৫০০/- টাকা আপনার হাতে দিতে পারব,ইনশাল্লাহ। আপনি যদি আমাদের গ্রামের এই গরীব এবং নতুন হাফেজিয়া মাদ্রাসার জন্য নিজ হাতে একটা ভালো আইপিএস কিনে দিতেন,তাহলে আমাদের অনেক উপকার হতো।
আর নিশ্চয় মহান আল্লাহ্ আপনাকে এর বিনিময়ে অনেক বড় পুরস্কার দিবেন,ইনশাল্লাহ। যে কোন ধর্মের অনুসারীগণই আমাদের সাহায্যে এগিয়ে আসতে পারেন কারন এটা ধর্মীয় কাজ, এটা ভালো কাজ।
(বিশেষ দ্রষ্টব্যঃ দুঃখিত। আমি কারো কাছ থেকে কোন নগদ দান গ্রহন আমি নিজে গ্রহন করি না। সেটা করতে হলে আপনাদেরকে এই মাদ্রাসা পরিচালনা কমিটির সাথে যোগযোগ করতে হবে, দয়া করে।
আমি শুধু আপনাদেরকে তাঁদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি। আমার গ্রামে আপনাদেরকে নিয়ে যেয়ে আমাদের কুঁড়ে ঘরের মাটিতে বসিয়ে ডাল ভাত খাওয়াতে পারি।
এখানে সব ধর্মের লোকদের স্বাগতম। এখানে কোন জঙ্গি বানানো হয়না, এই মাদ্রাসায় শিশুদের সোনার মানুষ হতে শেখানো হয়। কেউ চাইলে খোঁজ নিয়ে যাচাই করতে পারেন।
)
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
হাবিবুল্লাহ মিজান
মাতাঃ আলহাজ্ব সুলতানা রাযিয়া
পিতাঃ আলহাজ্ব একে এম ফজলুল হক মাস্টার
গ্রামঃ বাছট( লতানগর), ইউনিয়ন+ উপজেলাঃ সাটুরিয়া, জেলাঃ মানিকগঞ্জ, বাংলাদেশ।
ফোনঃ ০১৭১৩১৭১৩৮৫
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।