আশা নাই তাই মশারির ভেতর মশা ও নাই।
সামুতে টপ-৫ এ চ্যাম্পিয়ন হওয়া উপলক্ষে তারেক রহমানের বিশেষ সাক্ষাৎকার_
প্রশ্ন- কেমন আছেন।
তারেক রহমান- দুইএ মিলেই
প্রশ্ন -মানে?
তা: র: -মনটা ফুরফুরে, শরিরটা নড়বড়ে। বিশেষ বিশেষ স্থানে ব্যাথা এখনও আছে।
প্রশ্ন -"বিশেষ বিশেষ স্থান" একটু ব্যাখ্যা করবেন কি?
তা: র:- পৃথিবীতে সব কিছু ব্যাখ্যা করা যায় না আর সব কিছুর ব্যাখ্যা চাইতে হয় না।
আপনি একটু খেয়াল করলেই দেখবেন আমার এই রুমে কোনও চেয়ার নাই। এবং আমি উল্টা হয়ে শুয়ে আপনার সাথে কথা বলছি। এর চেয়ে বেশী কিছু বলা সম্ভব না।
প্রশ্ন -চেয়ারে বসতে পারছেন না সিংহাসনে বসবেন কিভাবে? যাই হোক সামুতে একটি রেন্কিংএ আপনি ১ম হয়েছেন। এব্যাপারে কিছু বলবেন কি?
তা: র:- হ্যা বলব এই ব্লগের অউনারের সাথে আমার বসতে হবে।
অনেক ত ব্যাবসা করছেন দেশের উন্নতির জন্য কিছু কনট্রিবিউট করতে হবে না?
প্রশ্ন - কেমন লাগছে পার্টির সিনিয়র ভাইস চেয়ারপার্সন হয়ে?
তা: র:- দায়ীত্ব বেড়ে গেল। আগে খেতাম পেছন থেকে। এখন সামনে আসতে হচ্ছে। বুইড়ারা ত মোটামোটি শেষ। আম্মাজান এরও বয়স হয়েছে।
এখন আমি খাব না ত কে খাবে বলেন?
প্রশ্ন - বাংলাদেশের রাজনিতিতে আপনার প্রপ্তি কি?
তা: র:- সবইত প্রাপ্তি। ত্যাগ ত খালি ঐ ব্যাথাটাই।
প্রশ্ন -আপনাকে মি:১০% বলা হয়ে থাকে এ ব্যাপারে কিছু বলবেন?
তা: র:- মাত্র ১০% এ কি এমন ক্ষতি হয়? শালা বাংগালী, মানুষের উন্নতি সইতে পারেনা।
প্রশ্ন -বাংগালী কি এতই খারাপ?
তা: র:- নাহ মোটেই না। দেখুন না গত ৫ বছরের ডাকাতির পর আবার বাংলাদেশের মানুষ আমায় চায়।
কারণ তারা ভুলে গেছে। এটি বাংগালীর একটি অসাধারণ গুন। শুধু একারণেই আমি এই বাংলায় বার বার জন্মাতে চাই।
প্রশ্ন -এটা কি শুধুই বাংগালীর দুর্বল সৃতিশক্তির কারণে?
তা: র:- নাহ। বাংগালীর কাছে আর কোনও অপসন নাই।
দুই পার্টি কে যোদি আপনি দুই ভাই ধরে হিসেব করেন, তাহলে বাংলাদেশ কে ধরে নেন দুই ভাইএর কমন রক্ষিতা। এবং আপনার সাথে ৪০০ কোটি টাকা বাজি, এবার আউয়ামিলীগ আমাদের চেয়ে বেশি খাবে। এবং এই ভরসায়ই ত আবার ক্ষমতার স্বপ্ন দেখি।
প্রশ্ন -বাংলাদেশ কে নিয়ে আপনার স্বপ্ন?
তা: র:- মনে করুন আমি রিক্সায় কোথাও গেলাম (যদিও রিক্সা অনেকদিন দেখিনা) রিক্সাওয়ালা কে ২০ টাকা ভাড়া দেয়ার পর ১০% হারে ২ টাকা আমায় ফেরত দিল। সেদিন বুঝব আমি তৃণমূল পর্যায়ে পৌঁছুতে পেরেছি।
আর সেদিনই আমার স্বপ্ন সফল হবে।
উপরুক্ত ইন্টারভিউটি সম্পুর্ন কাল্পনীক এবং আনন্দ দানের উদ্যেশ্যে কিছুটা অতিরন্জিত। আশা করছি ক্ষমাসুন্দর দৃষ্টি পাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।