বিসমিল্লাহির রাহমানির রাহিম
১ মহররম আরবি শব্দ , বাংলা অর্থ ১নম্ভর হিরা বা দামি , তুলনা যার
নাই এমন বস্তু ।
তাৎপর্য ও গুরুত্ত
সমস্ত প্রশংসা আল্লাহু তায়ালার জন্য এবং লাখ ও দরুদ ছালাম নুর
নবী হযরত মোহাম্মদ মস্তুফা সাল্লাল্লাহু আলাইহেওয়াচ্ছাল্লামের কদম
মোবারকে ।
এই দিন আল্লাহ পাক স্বীয় ক্ষুত্রতে আরশে সমাসিন হয়েছিলেন ।
এই দিনে আল্লাহ পাক মুহাম্মদই নুর পয়দা করেন এবং সেই মোহাম্মাদই নুর হইতে ১০০ ভাগের এক ভাগ দিয়ে আরশ কুরশি
লৌহ কলম ফেরেস্তা হুর গিলমান বেহেস্ত দুযখ তারকারাজি প্রভৃতি
সৃষ্টি করেন । এবং আদম আ এর রুহ দেন , শয়তানের ধুকাবাজি
থেকে দুনিয়ায় গোনাহ মাফ হয় এই দিনে ।
এই দিনে বিশিষ্ট নবী রাছুল ও আম্বিয়া আলাইহেওয়াচ্ছাল্লাম এর
সংঘটিত বহুল ঘটনা ।
হযরত নুহ আ আল্লাহর হুকুমে কিস্তি বানিয়ে জুড়ায় জুড়ায়
জীবজন্তু তুলে মহাপ্লাবন থেকে ১৮০ দিন পর লোকালয়ে এসেছিল ।
দিনটি মোহররমের ১০ তারিখ ।
হযরত ইউনুছ আ মাছের পেট হইতে ৩ দিন বহাল তবিয়তে থেকে
আল্লাহর ক্ষুত্রতে এই দিন বাহির হয়েছিল ।
হযরত ইব্রাহিম আ নম্রুদের অগ্নিকুণ্ড থেকে এই দিন উদ্ধার পেয়েছিল
হযরত মুসা আ ফেরাউনের কবল থেকে নীলদরিয়ায় পাড়ি দেন , এবং ফেরাউন দলবল সহ ডুবে যায় ।
জাকারিয়া আ শয়তানের ধুকাবাজিতে পড়ে বৃক্ষের ভিতর আশ্রয় নিলে
শয়তান ও ধুকাবাজরা গাছটিতে করাত দিয়ে চিরে ফেলে এবং জাকারিয়া আ বেহেস্তে চলে যায়
ইশা আ শত্রু কর্তৃক আক্রান্ত হলে আল্লাহ সশরীরে তাকে ৪রথ আসমানে উটিয়ে নিলেন এই দিনে ।
এবং এজিদ কর্তৃক দাস্ত কারবালা প্রান্তরে ইমাম হসাইন রা ঈমান
ও ইসলাম কে টিকিয়ে রাখার জন্য ৭৩ জন সঙ্গি সহ শাহাদত
বরন করেন এই দিনে ।
এবং কিয়ামত অনুষ্ঠিত হবে এই দিনে ।
বড় পীর সায়েক ছইওদ সুলতান আব্দুল কাঁদির জিলানী রা
১২ বছর পূর্বে বরযাত্রী সহ ডুবে যাওয়া মানুষ কে বার বছর পর
জিন্দা করেছিলেন অবিকল এই দিনে ।
এবং হযরত শাহ জালাল ইয়েমেনি রা বাংলাদেশে সিলেট সুরমা
নদী ৩৬০ জন সঙ্গী লয়ে জায়নামায বিছায়ে পাড়ি দিয়েছিলেন এই
দিনে ।
এবং তার আযানের ধবনিতে হিন্দু রাজা গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে পড়েছিল এবং ইসলামের নিশান উড়েছিল ভারত বাংলায় ।
দিনটি মুমিন মুসলমানদের নিকট বড়ই রহমত বরকত ও নেয়ামতের আল্লাহ ওই দিন সবাই কে রোযা , দরূদ ছালাম ,
কোরআন তেলাওয়াত এবং নফল এবাদতের মাধ্যমে তার
নিকট ক্ষমা চাই । আল্লাহ আমাদের হেদায়েত ও রহমত দিন , আমিন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।