আমাদের কথা খুঁজে নিন

   

দীপুমনি বানী চিরন্তনঃ মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক নয়

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ ঘটেনি। তবে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীই নয়, যেকোনো মানুষের নিখোঁজ হওয়াটা উদ্বেগের বলে মন্তব্য করেছেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে দীপু মনি এ মন্তব্য করেন। ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একজন লোক যে নিখোঁজ রয়েছেন, তিনি রাজনীতির একজন মানুষ। যেকোনো পর্যায়ের মানুষ নিখোঁজ হওয়াটা উদ্বেগজনক।

আমরা অবশ্যই চাই এটির সুরাহা হোক। অবশ্যই সরকার তার যা করণীয় সেটা যথাযথ গুরুত্ব দিয়ে করে যাচ্ছে। আশা করি, এ ব্যাপারে আমরা সব পক্ষেরই সহযোগিতা পাব। যার কাছে যে তথ্য আছে, সেগুলো দিয়ে আমাদের সহযোগিতা করবেন। যাতে দ্রুততার সঙ্গে এ বিষয়টির সুরাহা করা সম্ভব হয়।

’ ইলিয়াস আলীকে উদ্ধারে বিশেষ কমিশন গঠনের ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে কমিশন করার কথা বলেছে, তা নিশ্চয় পর্যালোচনা করে দেখা যেতে পারে। তবে সরকারের ভেতরে জাতীয় পর্যায়ে বর্তমানে যে বিভিন্ন মেকানিজমগুলো রয়েছে সেগুলোও কার্যকর রয়েছে। তাই আমি মনে করি, আমাদের এখানে উদ্বিগ্ন হওয়ার মত সে রকমের কোন পরিস্থিতি বিরাজ করছে না। সার্বিক মানবাধিকার পরিস্থিতির বিরাট অবনতি ঘটেছে, এমনটা ভাবার মত কোন কারণ ঘটেনি। ’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ের তুলনা করে আমাদের দেশের সঙ্গে অন্যান্য দেশের পরিসংখ্যানে দেখা যায়, প্রত্যেক সমাজে অপরাধ ছিল, আছে।

অপরাধ থাকবে না, সেটি ভাবার সুযোগ কম। তবে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে সমাজের বিভিন্ন স্তরে মানবাধিকার পরিস্থিতির আরও উন্নতি ঘটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।