আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসীদের প্রতি সরকার সবসময় কৃতজ্ঞ, ফোবানায় দীপুমনি

বিভক্ত ফোবানার ৩ দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনের উদ্বোধনী বক্তৃতাকালে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, 'বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের অবদান অপরিসীম। প্রবাসীদের প্রতি বর্তমান সরকার সবসময় কৃতজ্ঞ। এজন্যে সুযোগ পেলেই প্রবাসীদের স্বার্থ ও অধিকার সংহত করতে সচষ্টে হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শুক্রবার রাতে (বাংলাদেশ সময় শনিবার সকাল) জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ফোবানার এ উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, রেহান রেজা, আজাদুল হক, ডিউক খান প্রমুখ বক্তব্য রাখেন।

ডা. দীপুমনি তার বক্তব্যে বাংলাদেশে চলমান উন্নয়ন-অগ্রগতির বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন।

তিনি বলেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অন্যায় করে এখন কেউই রেহাই পাচ্ছে না। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে এবং এ বিচার অব্যাহত রাখতে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফোবানার সাবেক চেয়ারম্যান আতিকুর রহমানও উপস্তিত ছিলেন।

উল্লেখ্য, ফোবানার অপর অংশের সম্মেলন হচ্ছে কানাডার মন্ট্রিয়লে।

কম্যুনিটির ঐক্যের সংকল্পে ২৬ বছর আগে ফোবানার যাত্রা শুরু হলেও কম্যুনিটিকে ঐক্যবদ্ধ দূরের কথা, খন্ড-বিখন্ড করেছে। এজন্যে ফোবানার প্রতি সর্বসাধারণের আগ্রহ একেবারেই হ্রাস পেয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.