চট্টগাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. সালাউদ্দিন কাদের সোয়েব গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে সোয়েবের পরিবার। ‘নিখোঁজ’ সোয়েবের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডে। তার বাবা আব্দুল কাদের মাস্টার। ছয় ছেলেমেয়ের মধ্যে সোয়েব চতুর্থ।
তারা সপরিবারে চট্টগ্রামের হালিশহরে থাকেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোহরাওয়ার্দী হলের ১৩১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র সোয়েব।
সোমবার সোয়েবের বড় ভাই তানভীর আহমেদ সুমন বাংলানিউজকে বলেন,‘শুক্রবার বিকেল তিনটায় নগরীর হালি শহরের বি-ব্লকের বাসা থেকে ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশে বের হয় সোয়েব। সেদিন বিকেল পাঁচটায়ও যোগাযোগ করে নিউমার্কেটে তার এক সহপাঠীর সঙ্গে আছে বলে বাসার লোকদের জানায়। ’ এরপর সোয়েবের মুঠোফোন বন্ধ থাকায় আর কোনো যোগাযোগ করা যায়নি বলে জানান তিনি।
সোয়েবের সহপাঠী জুয়েল মাওলা বাংলানিউজকে বলেন, ‘শুক্রবার বিকেলে সোয়েবের সঙ্গে আমার কথা হয়। এদিন সে ক্যাম্পাসে আসবে বলে আমাকে বলেছিল। এরপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ’ সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে তার পরিবার বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ করে বলেও জানান জুয়েল। এদিকে তিনদিন পরে ভাইয়ের সন্ধান না পেয়ে রোববার রাতে হালিশহর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন ‘নিখোঁজ’র বড় ভাই সুমন।
এ প্রসঙ্গে হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) তদন্ত মো. নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, ‘এ ব্যাপারে নিখোঁজ সোয়েবের বড় ভাই থানায় ডায়েরি (জিডি নম্বর-১২৫৭) করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। ’ তিনি বলেন ‘রোববার রাতে নিখোঁজ সোয়েবের মোবাইল থেকে একটি ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠানো হয়েছে। পরে আবার সেটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে তার মোবাইলের কল লিস্ট চেক করে অবস্থান ও দুর্বৃত্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
’
চবির সোহেব ভাই নিখোঁজ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।