বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় বুধবার দুপুর ২টা থেকে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী।
এই কারণে চট্টগ্রাম নগরী থেকে হাটহাজারী রুটের গাড়ি চলাচলও বন্ধ রয়েছে।
মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যাওয়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এক নম্বর গেইট এলাকায় কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাংচুর করে।
এলাকাবাসী তাদের ভাংচুর হওয়া গাড়ি এবং দোকানপাটের ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ করেছে বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম জানিয়েছেন।
অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী শহরমুখী কয়েকটি বাস আটকা পড়ে আছে।
তবে শিক্ষার্থীদের শাটল ট্রেনগুলো চলাচলে কোনো বাধা নেই।
সহকারী প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিনিবাস চালক ও এলাকাবাসী সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সড়ক অবরোধ তোলার চেষ্টা চালানো হচ্ছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি মীমাংসার জন্য পুলিশও চেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহমদ ফজলুল মাওলা শুভসহ দুজন মারা যায়।
এই দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করে দেয়।
তবে দাপ্তরিক কাজে যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকালে বিশ্ববিদ্যালয়ে গেছেন, তারা অবরোধের কারণে আটকা পড়ে গেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।