শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় হামলার শিকার হন অন্যতম সহকারী রেজিস্ট্রার নাসির উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৩টার দিকে ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় শহীদ মিনার চত্বরে দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার ক্রীড়া সম্পাদক মামুনের নেতৃত্বে একদল ছেলে নিয়োগের বিষয়ে তার সঙ্গে কথা বলতে চায়।
“আমি এবিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানালে তারা আমাকে লাঞ্ছিত করে। ”
তবে লাঞ্ছিত করার কথা স্বীকার করলেও উল্টো তার বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ করেন ছাত্রলীগ নেতা মামুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নাসির উদ্দিন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত। তিনি টাকার বিনিময়ে জামায়াতপন্থী লোকজনকে নিয়োগ দিয়েছেন।
“এবিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি আমাদের ওপর চড়াও হন। তখন আমরা তাকে চড়-থাপ্পড় দিই। ”
তবে নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে নাসির বলেন, “কোনো ধরণের নিয়োগ বাণিজ্যের সঙ্গে আমি জড়িত নই।
ছাত্রলীগের ছেলেরা এ ধরণের কোনো অভিযোগ করলে আমি চ্যালেঞ্জ জানাতে রাজি আছি। ”
এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরণের ঘটনার কথা শুনেছি। কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।