আমাদের কথা খুঁজে নিন

   

পরীর প্রস্থান (১)

স্বপ্নগুলি খুঁজে বেড়াই পথ হারানোর পথ ধরে... আজ পরীকে ঘিরে সবাই। পরীকে সুন্দর করে গোসল করিয়ে পরিষ্কার জামা পরানো হয়েছে। সফেদ জামা। শ্বেত শুভ্র কাপর। চুলগুলো এখনো শুকোয়নি।

ভেজা চুল নিয়েই পরীকে রওনা দিতে হবে নতুন ঘরে, নতুন জগতে। ১. পরীর সাথে আমার প্রথম পরিচয় এক বিয়ের অনুষ্ঠানে। এক বড় বোনের বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম সেই বোনের সাথে। বিয়ের স্টেজের চারদিকে ঘুরঘুর করছিল একটি গাঢ় নীল রঙের জামা পরিহিতা এক ছটফটে তরুনী। এখনকার বিয়ের অনুষ্ঠানগুলিতে তরুনীদের সাজ দেখলে সাধারণত ভিমরী খাবার জোগার হতে হয়, সেই তুলনায় পরীর পোশাক পরিচ্ছন অনেকটাই সেকেলে, তবুও কেন জানি সব তরুনীদের মাঝে তার উপস্থিতিটাকেই অন্যন্য বলেই ধরা দেয় চোখে।

সে কনের খালাত বোন। আর আমিও কনের ঘনিষ্ট বান্ধবীর সাথে (আমার চাচাত বোন) গিয়েছি বলে বোনের কারণেই কনের খানিকটা কাছাকাছিই ছিলাম। একবার সামনে দিয়ে যাবার সময় হঠাতই পরীকে বললাম - আপনাকে আগে কখনো দেখিনি, কিন্তু কেন জানি মনে হচ্ছে আপনার সাথে আমার বন্ধুত্ব হলে ভালই জমবে। আমার হঠাত বন্ধুত্বের প্রস্তাবে খানিকটা হতচকিত হয়ে কি বলবে কি না বলবে ভেবে না পেয়ে একটা বোকা বোকা হাসি দিয়ে এগিয়ে গেল। একটু পরে ফিরে এসে জানতে চাইল - আপনার নাম কি? আর আপনি কি জয়িতা আপুর আপন ভাই? আমি - যদি বন্ধুত্বের আবেদনপত্রটি গৃহিত হয়, তবে নামটা বলতে পারি, সাথে সমস্ত জীবন বৃত্তান্ত ও সময় মত পেয়ে যাবেন।

আগে বলুন আবেদনপত্রটির বর্তমান স্ট্যাটাস কি? -> আবেদনপত্রের সাথে দরকারী তথ্য যথাযথভাবে সরবরাহ না করলে সেটা গৃহীত হবার সম্ভাবনা শূন্যের কোঠায়। => অধমের নাম আবীর, আর অধম জয়িতা আপুর চাচাত ভাই। আর কোন তথ্য দিয়ে কি আপনাকে সহযোগীতা করতে পারি? -> আপাতত এটুকুতেই চলবে, বাকীটা কমিটিতে বসে আবেদন পত্রটি যাচাইবাছাই করে গৃহীত হলে আপনাকে জানিয়ে দেয়া হবে। => আবেদন পত্রের সাথে কোন যোগাযোগ ফোন নম্বর এখনো প্রদান করা হয়নি। - সেটার আপাতত প্রয়োজন নেই, যোগাযোগের মাধ্যমটি পরেও বের করা যাবে।

=> কবে নাগাদ এই আবেদন পত্রের ফলাফল জানতে পারব বলে আশা করতে পারি? -> আশা করি শীঘ্রই। এখনি চুড়ান্ত তারিখ দেয়া সম্ভবপর নয়। সেদিনের কথা এটুকুই। বিয়ে বাড়ির ভিড়ে মাঝে মাঝে ক্ষণিকের জন্য সামনে আসতে দেখলেও সেদিন আর কথা বলার সময় পাইনি। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।