"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
পরীর দেশের মেয়ে
১
মনের কথা বলবো ভেবে রোজ তোমাকে কবিতা লিখি,
দৃষ্টি তোমার পায়না নাগাল মনের চোখে লুকিয়ে দেখি।
কোথায় থাকো কোন সুদূরে ইচ্ছেতো হয় আসবো ঘুরে,
ই-মেইল নয় পাখীর মতো তোমার কাছেই যাবো উড়ে।
কথায় কথায় রাত কেটে যায় আসল কথা রয় যে বাকি,
গানের সুরে তোমার কথাই বলতে থাকে ভোরের পাখী।
জানালা দিয়ে তাকাই যখন সোনা রোদের ঝিলিক তখন,
পরীর দেশের মেয়ে তুমি লজ্জা যে তোমার রাতের ভূষণ।
২
ওয়েব ক্যামে তোমার ছবি, বলছো কথা হেসে হেসে;
রাত গভীরে একলা আমি তোমার কথাই শুনছি বসে।
লিখছো তুমি, পড়ছো তুমি, হাসছো তুমি আপন মনে,
দেখছি তোমার শাড়ীর আঁচল পরছে খসে ক্ষণে ক্ষণে।
আইআরসিতে প্রথম যেদিন নিক নিলে তুমি “অনুরাধা”,
আমিই প্রথম বলি তোমায়, তুমি কী আমার সেই রাধা?
লিখলে তুমি, "এলওএল, তাই নাকিগো শ্যাম আমার?
যাবে নাকি ফিরে বৃন্দাবনে? ইচ্ছে কী আছে ঘর বাঁধার?
রাতের পর রাত কেটে যায় কথাতো আর হয়না শেষ,
অনেক কথা জানা তবু জানিনা কোথায় তোমার দেশ।
বলতে তুমি এইতো আছি খুবতো তোমার কাছাকাছি,
ওয়েব ক্যামে দেখছো ঠিক বেশতো আমি ভাল আছি!
দেখতে দেখতে ক্যামন করে চার চারটে বছর গেলো,
হঠাত্ দেখি লিষ্টি থেকে আইডি তোমার উধাও হলো।
মেইল বক্সে সেদিন হঠাত্ নতুন এক মেইল পেলাম;
তাতে লেখা অনেক কিছু, কে লিখেছে বুঝে গেলাম।
হৃদয়ের এক ছবির মাঝে যত্ন করে লেখা তাতে-
"বউকে নিয়ে সুখে থেকো,
ভালবাসায় মাতিয়ে রেখো,
আমায় যেমন করতে আদর
বউকে তেমন আদর দিও।
রাত না জেগে লক্ষ্মী সোনা
বউকে একটু সময় দিও।
আর ভেবোনা আমার কথা
পরী হয়েই আছি তোমার,
সুযোগ পেলে আর জনমে
বউ হয়েই ফিরবো আবার"।
-তোমার পরী
(সংশোধিত)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।