ব্যাকরণের সব রীতিনীতি মেনে সাহিত্য রচনা করতে গেলে তবে তা একটা ভালো ব্যাকরণের বই হয়ে যাবে। —— তন্য শব্দগুচ্ছ পরিবর্তন প্রয়োজন, পরিবর্তন দরকার, একটা পরিবর্তন আসা উচিত ——এইসব কথা বলে বলে মুখে ফেনা তুলে কোনো লাভ নেই। পরিবর্তন চাইলে এর জন্য কাজ করতে হবে। বিষয়টা এই রকম নয় যে, ‘পরিবর্তন চাই’, ‘পরিবর্তন চাই’ বলে চিৎকার চেঁচামেচি করলেই ভিনগ্রহের কোনো প্রাণী ফ্লাইং সসারে করে ‘পরিবর্তনের গিফট বক্স’ নিয়ে আমাদের সামনে হাজির হবে।
সবাইকে মনে রাখতে হবে এই দেশটা আমাদের।
কোনো পরিবর্তন আনতে হলে আমাদেরকেই আনতে হবে। এই রকম ভাবারও কোনো কারণ নেই যে, আমেরিকানরা বস্তায় ভরে আমাদের জন্য পরিবর্তন নিয়ে আসবে আর আমরা এর সুফল ভোগ করব। হিলারিরা এই কাজে কোনো দিনও আমাদেরকে সহযোগিতা করবে না; উল্টো আমাদের দেশের সমস্যাগুলো কীভাবে জিইয়ে রাখা যায় সেই চেষ্টাই করবে। সুতরাং, সবাই যদি মনে করে রাজনীতিতে পরিবর্তন আসা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে তাহলে পরিবর্তনের জন্য বিচ্ছিন্নভাবে কাজ না করে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। রাজনীতিতে পরিবর্তন আসার সাথে সাথে সব কিছুতে পরিবর্তনের একটা হাওয়া লেগে যাবে।
আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি, রাজনীতিতে পরিবর্তন আসার ১০ বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের একটি রাষ্ট্রে পরিণত হবে এবং পরের ১৫ বছরের মধ্যে উন্নত দেশগুলোর একটি হবে আমাদের বাংলাদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।